বঙ্গোপসাগরের নিন্ম চাপ, কুমিরা-সন্দ্বীপে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরের নিন্ম চাপ, কুমিরা-সন্দ্বীপে লঞ্চ চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড ।। 

উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্ম চাপের কারনে ঝড়োহাওয়া বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। এ কারণে সমুদ্র বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সাগর বেশ উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় অনেকে আতংকের পাশাপাশি গৃহবন্দি হয়ে আছেন। দৈনিন্দন একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেননা পেশাজীবিরা।

এদিকে নিন্মচাপের কারনে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

ইতোমধ্যে সীতাকুণ্ড উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে সৃষ্ট নিন্ম চাপের কারনে কুমিরা-সন্দ্বীপ ঘাটে আটকা পড়েছে অনেক যাত্রী। সকাল থেকে দুই ঘাট থেকে কোন প্রকাশ যাত্রীবাহী ও মালামাল বোঝাই বোট, লঞ্চ ছাড়েনি।

সরেজমিনে কুমিরা ঘাটে গিয়ে দেখা যায় অনেক যাত্রী সন্দ্বীপ যাওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছে।

সীতাকুণ্ড উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, মেয়রকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী সাইক্লোন সেল্টারগুলো খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান সীতাকুণ্ড উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন।