বিএনপি রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বিএনপি রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ’ ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর দেশের নীতিবিরোধী ’- এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক, এটা বিএনপি চায় না। কারণ রোহিঙ্গাদের নিয়ে তারা রাজনীতি করতে পারে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভাসানচরে অত্যন্ত সুন্দরভাবে তাদের (রোহিঙ্গাদের) বাসস্থান নির্মাণ করা হয়েছে এবং সমস্ত ‘সেফটি মেজার’ নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নৌ-বাহিনীর সহায়তায় সেখানে এই কাজগুলো করা হয়েছে। সেখানে যাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করে আপনারা জানেন। কিছু এনজিও নিজের সুবিধার্থে এর বিরোধিতা করেছিল, সেই এনজিওগুলোকে চি‎হ্নিত করা হয়েছে।

এ সময় ঢাকার সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকার মৃত্যুর সংবাদ পৌঁছালে, মন্ত্রী ড. হাছান মাহমুদ তার গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমি তার বিদেহী আত্মার শান্তিকামনা করছি। তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিধায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছিল। ইতোমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তার শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সইতে পারে।