ফি ছাড়া ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন

ফি ছাড়া ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন
ফি ছাড়া ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন

পোস্টকার্ড ডেস্ক ।।

জন্ম ও মৃত্যু সনদ সংশোধনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রেজিস্ট্রার জেনারেলকে দেওয়াসহ জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৪৫ দিনের মধ্যে বিনা খরচায় সনদ সংশোধনের সুযোগ রেখে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন’ সংশোধন করতে যাচ্ছে সরকার। সংশোধিত খসড়ায় বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অন্য কোনো দেশের নাগরিকদের নিবন্ধনের নির্দেশনা ছাড়াও সনদ ভাষান্তর, মাঠ পর্যায়ে অফিস গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।

এর মধ্যে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৩’ নামে খসড়াটি স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

বিদ্যমান এই আইনে বলা হয়, বিদেশে জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনে, বিদেশে জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোনো কর্মকর্তা নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উক্ত আইনে, ক্ষেত্র বিশেষে বিদেশে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্ম নিবন্ধনে রেজিস্ট্রার জেনারেলের অনুমতি দিতেন। সংশোধিত আইনে, বিদেশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন না হয়ে থাকলে রেজিস্ট্রার জেনারেল বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার পূর্বানুমোদনক্রমে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয় উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধন করতে পারবেন।

খালেদ / পোস্টকার্ড ;