নতুন সিএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ , মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

নতুন সিএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ , মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
নতুন সিএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ , মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

পোস্টকার্ড ডেস্ক ।। 

সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার সালেহ মোহম্মদ তানভীর । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে বরণ করে নেন।

দায়িত্ব নিয়েই বিকেল চারটায় তিনি দামপাড়াস্থ নিজ কার্যালয়ে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আগামী বৃহস্পতিবার সিএমপি কমিশনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন।

নবনিযুক্ত কমিশনার নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বৈঠকে উপস্থিত সিএমপি কর্মকর্তাগণকে অবহিত করেন। উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, কমিশনার স্যার মাদক ও সন্ত্রাসের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, আইন প্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোথায় কঠোর আইন প্রয়োগ করতে হবে, কোথায় মানবিকতা দেখাতে হবে সে সম্পর্কে জানতে হবে। তিনি কোয়ালিটি ইনভেস্টিগেশনের উপর গুরুত্বারোপ করে বলেন, তদন্ত স্পষ্ট, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তদন্ত কাজে কোন গাফিলতি সহ্য করা হবে না।

তিনি সদ্য বিদায়ী কমিশনার মো. মাহবুবর রহমানের মানবিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এ ধারা চলমান রাখতে হবে। পাশাপাশি কোন ক্ষেত্রে আরো উন্নতির সুযোগ আছে কিনা তা খুঁজে বের করে সে অনুযায়ী কাজ করতে হবে।

প্রসঙ্গত: সিএমপির নবনিযুক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের পুলিশ সুপার থাকাকালীন পদোন্নতি পান অতিরিক্ত ডিআইজি হিসেবে। সেখান থেকে তিনি সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দেন। প্রথম দিকে অর্থ ও প্রশাসন পদে কাজ করার পর যোগ দেন ক্রাইম ও অপারেশন পদে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে সিএমপি থেকে বিদায় নিয়ে টাঙ্গাইলের মীর্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে যোগ দেন। ২০১৯ সালের অক্টোবরে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন সালেহ মোহাম্মদ তানভীর। পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে যোগ দেন। গত ৩১ আগস্ট স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয় ।