নতুন করে চট্টগ্রামে আরও ১৭৩ করোনা রোগী শনাক্ত , মোট আক্রান্ত ১২,৯২৭ জন

নতুন করে চট্টগ্রামে আরও ১৭৩ করোনা রোগী শনাক্ত , মোট আক্রান্ত ১২,৯২৭ জন
নতুন আরও ১৭৩ জন করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে, মোট আক্রান্ত ১২ হাজার ৯২৭ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ১২ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে। করোনায় চট্টগ্রামে নতুন কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২২৩-এ স্থির আছে। যাদের মধ্যে ১৫৭ জন নগরের ও ৬৬ জন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, এদিন ৩২ জন সুস্থ হওয়া নিয়ে সুস্থতার সংখ্যা এখন এক হাজার ৫৮৪ জন।

সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি দুটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাবের মধ্যে ছয়টি ল্যাব মিলিয়ে ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ১০৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৬ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা থেকে ৩২ জন সুস্থ হয়েছেন এবং কেউ মারা যাননি। তবে, সিভিল সার্জনের দেয়া তথ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ১১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৫ জন। এর মধ্যে মাত্র ১১ জন নগরের। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে কিনা এমন কোন তথ্য সিভিল সার্জনের রিপোর্টে ছিল না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় দিনের দ্বিতীয় সর্বোচ্চ ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়, যাদের ২৬ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হন দিনের সর্বাধিক ৫১ জন, যাদের ২২ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত করা হয়। যাদের ২২ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। যাদের ২৪ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার।

এদিন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও কোন পজিটিভ রোগী পাওয়া যায়নি।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৬৬ জনের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়। সেখানে ১৯ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। এছাড়া রাউজানে ১৬ জন, ফটিকছড়িতে ৭ জন, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও মিরসরাইয়ে ৪ জন করে, রাঙ্গুনিয়ায় ৩ জন, সাতকানিয়া ও সন্দ্বীপে ২ জন করে এবং সীতাকুণ্ডে ১ জন ।