আজ আরও ৫ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

আজ আরও  ৫ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক।।

আজ ১৮৩টি নমুনা পরীক্ষা করে মোট ৭ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এই ৭ জনের মধ্যে ৫ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। বাকি ২ জন নোয়াখালী জেলার।

চট্টগ্রামে আক্রান্ত ৫ জনের দুজনই নগরীর দামপাড়া পুলিশ লাইনের, একজন সাতকানিয়ার। এছাড়া করোনা শনাক্ত অপর দুজনের নমুনা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি থেকে।

রোববার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে কম্পিউটার অপারেটরের ভুলের কারণে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে বিলম্ব হয়। বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন বলেন, ‘রিপোর্টে বিস্তারিত অনেক তথ্যই নেই। সকালের আগে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে না।’

নতুন আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের দুজন পুলিশ সদস্যের বয়স ৫৫ ও ৩৮ বছর। তবে সিএমপি সূত্র বলছে আক্রান্ত ২ জনের মধ্যে একজন দামপাড়ার। সিএমপির উপ কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান বলেন, আক্রান্ত দুইজনের একজন দামপাড়া পুলিশ লাইনের। তিনি ট্রাফিক বিভাগের একজন সদস্য। অন্যজনের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। শুনেছি তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, উনার বাসা মোহরায়।

এছাড়া সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ছিটুয়া পাড়ার ৪৫ বয়সী এক পুরুষের শরীরে করোনাভাইরাস মিলেছে। এছাড়া বিআইটিআইডিতে চিকিৎসাধীন ৬২ বছর বয়সী এক পুরুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ বছর বয়সী একজন পুরুষ শনাক্ত হয়েছেন। তবে তিনি ডাক্তার নাকি চিকিৎসাধীন কোনো রোগী সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

নোয়াখালীতে আক্রান্ত ২ জন বেগমগঞ্জ উপজেলার। তারা দুজনই পুরুষ।

বিআইটিআইডিতে এ পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের মোট তিন হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে ১৩০ জনের।

রোববারের ৫ জনসহ চট্টগ্রাম মহানগর ও জেলায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮৩ জনে। বাইরে থেকে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন আরও পাঁচজন। এছাড়া কক্সবাজার জেলার দুইজন রোগী চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।