সন্তানের হাতে বই তুলে দিন, মোবাইল নয় : কাট্টলী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা

সন্তানের হাতে বই তুলে দিন, মোবাইল নয় : কাট্টলী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা
নিজ নিজ সন্তানের হাতে তুলে দিন, মোবাইল নয় : কাট্টলী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম নগরীর কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী কাট্টলী বইমেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্র্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্তমান ছেলেমেয়েরা বই পড়তে আগ্রহী নয়। তারা বেশি সময় কাটায় মোবাইল নিয়ে। এদের বইমুখী করতে এ ধরনের মেলা ভূমিকা রাখবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল নয়, সন্তানের হাতে বই তুলে দিন।

উদ্বোধনী বক্তব্যে ড. অনুপম সেন বলেন, পৃথিবীতে যে জাতি যত বেশি জ্ঞান অর্জন করেছে তারা তত বেশি উন্নত ও সমৃদ্ধ হয়েছে। ইউরোপের বহু ছোট ছোট দেশ শুধু জ্ঞান বিজ্ঞানের কারণে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে গেছে। জ্ঞান অর্জনেই মানুষের পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। কাট্টলী বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আলাউদ্দীন আহমদ চৌধুরীর সভাপত্বিতে ও তাসলিমা আক্তার বৃষ্টির উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বইমেলার উদ্যোক্তা টুনটু দাশ বিজয়।

অন্যদের মধ্যে মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ডা. মুকেশ কুমার দত্ত, সাইফুদ্দিন আহমেদ সাকী, শাহাদাত হোসেন শাহেদ, জুয়েল শীল, চৌধুরী আব্বাস উদ্দীন, রোকেয়া হক প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।