তিন বিভাগের ৫০জেলা ও ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন

তিন বিভাগের ৫০জেলা ও ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন

পোস্টকার্ড ডেস্ক ।।

সাধারণ ছুটি বর্ধিত না করে সীমিত আকারে গণপরিবহন ও হাটবাজার খুলে দেয়ার পর দেশব্যাপীই সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিভিন্ন এলাকা লকডাউন করা হচ্ছে। এরই মধ্যে তিন বিভাগের ৫০টি জেলার ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

সরকারের করোনাভাইরাস প্রাদুর্ভাবের হালনাগাদ তথ্যের ওয়েবাইটে (https://corona.gov.bd/) এ তথ্য দেয়া হয়েছে।

ওয়েবসাইটে আরো উল্লেখ করা হয়েছে, আংশিক লকডাউন করা হয়েছে ৫ বিভাগের ১৩ জেলার ১৯টি উপজেলা। আর লকডাউনের বাইরে রয়েছে একটি জেলার ৭৫টি উপজেলা।

উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জনের প্রাণহানি হয়েছে। এটিই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৩১ মে সর্বোচ্চ ৪০ জন মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৪৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে।