টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে চট্টগ্রামে

টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে চট্টগ্রামে

চট্টগ্রামে খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নগরীর ছয়টি স্থানে এসব পেঁয়াজ বিক্রয় করছে সরকারি এই প্রতিষ্ঠান।

পেঁয়াজ সংকট শুরুর পর এই প্রথম মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে টিসিবির ট্রাকগুলো নির্দিষ্ট পয়েন্টে পেঁয়াজ নিয়ে হাজির হয়। এ সময় কম দামে পেঁয়াজ কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সুশৃঙ্খলভাবে পেঁয়াজ বিক্রিতে সহযোগিতা করেন। প্রতি ট্রাকে ১ টন (১ হাজার কেজি) করে ৬টি ট্রাকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কোতোয়ালী, বায়েজিদ, পাহাড়তলী, হালিশহর, বন্দর থানা ও দামপাড়া পুলিশ লাইন্সের ৬টি স্থানে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নগরের ৬টি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে ১ টন করে প্রথম দিন ৬টি ট্রাকে বিক্রি করা হচ্ছে। একজন সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।