বার এট্ ল ডিগ্রী অর্জন করলেন সীতাকুণ্ডের শাকিল

বার এট্ ল ডিগ্রী অর্জন করলেন সীতাকুণ্ডের শাকিল

এম কে মনির,সীতাকুণ্ড চট্রগ্রাম ।।

সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টার এট্ ল ডিগ্রী অর্জন করেছেন সীতাকুণ্ডের কৃতি সন্তান সাব্বির মুহাম্মদ সাকিল। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এল এল বি,এলএলএম, ইউনিভার্সিটি অফ ওয়েষ্ট ইংল্যান্ড, ব্রিস্টল থেকে ইন্টারন্যাশনাল ফিন্যান্স এন্ড ল এবং  সিটি,ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ব্যারিস্টার এট্ ল ডিগ্রী কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ করেছেন।

এছাড়াও তিনি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারী হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্রগ্রামেও পড়াশোনা করেছেন।

তিনি ২৪/১১/১৯৯৪ সালে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্রগ্রাম আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও নারী ও শিশু ট্রাইব্যুনালের সাবেক পিপি এডভোকেট রৌওশন আরা ও ব্যাংক কর্মকর্তা সুলতান আহম্মদের একমাত্র সন্তান।

বর্তমানে তিনি তার পাঠ চুকিয়ে দেশে অবস্থান করছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে দেশ ও দেশের মানুষের সেবা করার ইচ্ছার কথা জানান। এজন্য তিনি  সকলের কাছে দোয়া চেয়েছেন।