জনপ্রতিনিধির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সীতাকুণ্ডে আইসিটি মামলা

জনপ্রতিনিধির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সীতাকুণ্ডে আইসিটি মামলা
জনপ্রতিনিধির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সীতাকুণ্ডে আইসিটি মামলা

সীতাকুন্ড প্রতিনিধি ।।

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেকান্দার মাহমুদ নামক এক ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

আওয়ামী লীগ নেতা শাহাজাহান বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের বিরুদ্ধে সেকান্দর মাহমুদ নামক একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন আইডিতে ট্যাগ করে অপপ্রচার করে। 

এতে আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান ও চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের মানহানি হয়েছে। তাই বৃহস্পতিবার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বাদী হয়ে এ বিষয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।  

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন বণিক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে আসামি পলাতক আছে।আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে ।