মিরসরাই উপজেলা ছাএলীগ কৃষকদের পাশে

মিরসরাই উপজেলা ছাএলীগ কৃষকদের পাশে

মোঃ আলাউদ্দীন ।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বন্ধ পরিবহন। বন্ধ রয়েছে জরুরি পরিষেবা ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান। এমতাবস্থায় ক্ষেতের পাকাধান ঘরে তোলা নিয়ে সারা দেশের ন্যায় বিপাকে পড়েছেন মিরসরাই উপজেলার কৃষকরাও।

এই পরিস্থিতিতে কৃষকের পাশে এগিয়ে এসেছে মিরসরাই ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে তা ঘরে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর নেতৃত্বে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের কৃষক আলাউদ্দিনের ৭২ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় মিরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মমতাজ রুবেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম রানা, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেওয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা মো. ফারুক, আব্দুল আল কায়সার নিশাদ উপস্থিত ছিলেন।

কৃষক আলাউদ্দিন জানান, পশ্চিম খৈয়াছরা গ্রামে তিনি ৭২ শতক জমিতে আমন ধানের চাষ করেছেন। ইতিমধ্যে ক্ষেতের ধান পেকে ঝরে পড়ার অবস্থা হয়েছে। কিন্তু শ্রমিক ও টাকা না থাকায় তিনি ধানগুলো কাটতে পারছিলেন না।

এ অবস্থায় শুক্রবার বিকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা ধানগুলো কেটে তার বাড়িতে পৌছে দিয়েছেন। এছাড়া তানভীর হোসেন তপু কিছু আর্থিক সহযোগিতাও দিয়েছেন বলে জানান তিনি।

তানভীর হোসেন তপু বলেন, উত্তর জেলার আওতা দিন আরো ছয় উপজেলা ছাএলীগের সভাপতি/ সম্পাদকে নির্দেশনা দেওয়া হয়েছে,ইতি পূবে করোনার  প্রাদূরভাব লক্ষ হওয়ার পর থেকে উওর চট্টগ্রামের আওতা দিন প্রায় সব উপজেলা,ইউনিয়ন  ছাএলীগের নেতা/ কর্মিরা বিভিন্ন স্থানে জীবাণু নাশক চিটানো ও মাক্স বিতরন করেছেন।