সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবন ‘গুডস হিল’ ঘেরাও

সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবন ‘গুডস হিল’ ঘেরাও
সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবন ‘গুডস হিল’ ঘেরাও

পোস্টকার্ড নিউজ ।।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পারিবারিক বাসভবন গুডস হিল ঘেরাও করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। 

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘেরাও কর্মসূচি শুরু হয়। দুপুর ১টায় এক সভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ বিশিষ্টজনরা এই কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার সদস্য সচিব কামরুল হুদা পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্ব। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরকে পুত্র হুম্মাম কাদের শহীদ বলায়, আমরা মনে করি এটা লাল সবুজের পতাকার অবমাননা। তার বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। 

কর্মসূচি পালনকারী নেতাকর্মীরা গুডস হিলের প্রবেশপথে দেয়ালে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন কেন্দ্র রাজাকারের বাড়ি। এই কর্মসূচিকে ঘিরে তারা সাকা চৌধুরীর বাসভবন গুডস হিলের সামনে সভা করছেন। সেখানে বিভিন্ন বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধকালে গুডস হিলের কী ভূমিকা ছিল এবং সাকা চৌধুরীসহ তার পরিবারের কী ভূমিকা ছিল তা তুলে ধরেছেন। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবিও তুলে ধরেছেন নেতাকর্মীরা।

এর আগে কর্মসূচি সফল করার লক্ষ্যে গত শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একটি সভা করেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে বক্তব্যের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে একা বাড়ি ফিরতে পারবে না। সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়ে যেতে হবে। ক্ষমা চাইতে বাধ্য করা হবে। এই বক্তব্যের পর ক্ষেপে ওঠে চট্টগ্রাম মহানগর ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতারা।

এই বক্তব্যের প্রতিবাদে পরদিনই চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হুম্মাম কাদের চৌধুরীকে ক্ষমা চাওয়ার দাবি করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। কিন্তু ক্ষমা না চাওয়ায় গত ২২ অক্টোবর দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও ২৮ অক্টোবরের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ২৯ অক্টোবর রাজাকার সাকা চৌধুরীর বাসভবন গুডস হিল ঘেরাও কর্মসূচি দেন সংগঠনের নেতারা। 

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আর তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে হিসেবে বিএনপির মহাসমাবেশে বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। 

খালেদ / পোস্টকার্ড ;