চট্টগ্রামে নতুন করে আরও ৫৮ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৭১১০ জন

চট্টগ্রামে নতুন করে আরও ৫৮ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৭১১০ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ০৭ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭১১০ জন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ২০ ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭২ জন এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৩ জন উপজেলার বাসিন্দা।