চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসকও হোম কোয়ারেন্টাইনে!

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসকও হোম কোয়ারেন্টাইনে!
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসকও হোম কোয়ারেন্টাইনে!

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসক নিজেই হোম কোয়ারেন্টাইনে আছেন বলে চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে। নামি ওই চিকিৎসক মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভাররোগে করা বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ন্যাশনাল হসপিটাল ও সিএসসিআর হাসপাতালে নিয়মিত চেম্বার করেন।

শুক্রবার (৩ এপ্রিল) করোনাভাইরাস শনাক্ত হওয়া দামপাড়া নিবাসী বৃদ্ধ লোকটি ন্যাশনাল হসপিটালে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন। মার্চের শেষ সপ্তাহে চিকিৎসার একপর্যায়ে যখন তিনি নিজ থেকে সন্দেহ করেন এই বৃদ্ধ করোনা পজিটিভ হতে পারেন, তখন থেকে তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে চলে যান। এর আগে তিনি ওই বৃদ্ধকে জেনারেল হাসপাতালে রেফার করেন। বৃদ্ধের পরিবার তাকে জেনারেল হাসপাতাল নেওয়ার পথে কাতালগঞ্জ পার্কভিউ হসপিটালে যোগাযোগ করলে তারা ওই চিকিৎসকের রেফারেন্স জেনারেল হাসপাতাল দেখে আর ভর্তি নেয়নি। জেনারেল হাসাপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার তার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তবে তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানা গেছে।

দামপাড়ায় করোনা শনাক্ত হওয়া বৃদ্ধ ও তার পরিবার শুরু থেকেই বিদেশফেরত কারও সংস্পর্শে আসার বিষয়টি গোপন করেন। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর একে একে প্রকাশ হয় বিদেশ ফেরত হিস্ট্রি। এরই প্রেক্ষিতে বিগত কয়েকদিনে তারা যেসব ব্যক্তির সংস্পর্শে এসেছেন সবার করোনা টেস্ট করা উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

এদিকে করোনা ভাইরাস শনাক্তের এ ঘটনায় চট্টগ্রাম নগরীর দামপাড়ায় ৬টি এবং সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের আইয়ুবের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।