সীতাকুণ্ডের সহস্রধারায় আসা পর্যটকের উপর দুষ্কৃতকারীদের থাবা ,উদ্ধার করলেন চেয়ারম্যান রেহান

সীতাকুণ্ডের সহস্রধারায় আসা পর্যটকের উপর দুষ্কৃতকারীদের থাবা ,উদ্ধার করলেন চেয়ারম্যান রেহান

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

করোনার কারণে কিছুটা থমকে গেলেও আবার শুরু হলো পর্যটকদের ভীড়। সীতাকুণ্ডে ইতিমধ্যে দেশের সকল প্রান্ত হতে পর্যটক আসা শুরু করেছেন। সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট সহস্র ধারায় পাহাড়ের সাথে চমৎকার পানির ঝর্ণা এটা দেখতেই অনেক পর্যটক হুমডি খেয়ে পড়ে।              

দুইজন পর্যটক সহস্রধারা গেলে কিছু দুষ্কৃতকারী মোবাইল টাকা ও ব্যাগ চুরি করে। এ খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন যুবলীগের কিছু সাহসী যোদ্ধাদের নিয়ে সকল চুরিকৃত জিনিস উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয়।

এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন বলেন,সহস্রধারা ঝর্ণায় দুই  পর্যটকের চুরি হওয়া মোবাইল, টাকা, ব্যাগ একদিন পর  উদ্বার করে তাদের মাঝে হস্তান্তর করা হল, সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি যুবলীগ নেতা ইমতিয়াজ ও সুমনকে।

পর্যটকরা চুরিকৃত জিনিস ফিরে পাওয়ায় চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।।