গণপরিবহনে চাঁদাবাজি, তৃতীয় লিঙ্গের চারজন গ্রেফতার

গণপরিবহনে চাঁদাবাজি,  তৃতীয় লিঙ্গের চারজন গ্রেফতার
গণপরিবহনে চাঁদাবাজি, তৃতীয় লিঙ্গের চারজন গ্রেফতার

পোস্টকার্ড নিউজ ।।

গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলী (২৪) ও দুলী (২৫)।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই এ এলাকার বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। তাদের দাবি করা টাকা না দিলে তারা কাউন্টার ও গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। আজ সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

ওসি আরও বলেন, একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। তারা ভুক্তভোগী জিয়ার পকেট থেকে ১ হাজার ১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করে।

এই ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

খালেদ / পোস্টকার্ড ;