করোনায় নতুন মৃত্যু ৮, আক্রান্ত আরো ৬৩৬

করোনায় নতুন মৃত্যু ৮, আক্রান্ত আরো ৬৩৬

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৩৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করলেন ২১৪ জন ।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৪৩৫টি পরীক্ষা করে নতুন আরও ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ৩১৩ জন।

এ সময় বুলেটিনে বলা হয়, ডেঙ্গুর সময় চলে এসেছে। করোনার পাশাপাশি সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। করোনা পরীক্ষার সঙ্গে উপসর্গ থাকলে ডেঙ্গু পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়। বাসাবাড়ির আঙিনা, এলাকা বা অন্য কোথাও যেন তিন দিনের বেশি পানি জমা না থাকে, সেদিকে নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত  ১৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

    মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ১৬ হাজার ৯১৯টি।
    মোট আক্রান্ত: ১৩ হাজার ৭৭০ জন।
    মারা গেছেন : ২১৪ জন।
    মোট সুস্থ: ২ হাজার ৪১৪ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট

(www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪০ লাখ ২৬ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ লাখ ৯৩ হাজার ১৬০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৭৬ হাজার ৩৭৭ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

    যুক্তরাষ্ট্র: ৭৮ হাজার ৬১৬ জন।
    যুক্তরাজ্য: ৩১ হাজার ২৪১ জন।
    ইতালি: ৩০ হাজার ২০১ জন।
    স্পেন: ২৬ হাজার ২৯৯ জন।
    ফ্রান্স: ২৬ হাজার ২৩০ জন।
    ব্রাজিল: ১০ হাজার ১৭ জন।
    বেলজিয়াম: ৮ হাজার ৫২১ জন।
    জার্মানি: ৭ হাজার ৫১০ জন।
    ইরান: ৬ হাজার ৫৪১ জন।
    নেদারল্যান্ডস: ৫ হাজার ৩৫৯ জন।