ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ১৯ ডিসেম্বর

ইসলামী ফ্রন্ট নেতা  মাওলানা ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ১৯ ডিসেম্বর
চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা শায়খ নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
 
মঙ্গলবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মন্ডল প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজার মুন্সীবাড়ীর চার তলা ভবনের দুই তলায় পরিবারের সবাইকে বেঁধেরেখে ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাতেই নিহতের ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে হত্যাকান্ডে জড়িত সন্দেহে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে আটক আছেন।