অন্তর্ভুক্ত হতে চলেছে ‘নো বল আম্পায়ার ' , স্থগিত হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’

ক্রীড়া ডেস্ক ।।

অন্তর্ভুক্ত হতে চলেছে ‘নো বল আম্পায়ার ' , স্থগিত হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’
অন্তর্ভুক্ত হতে চলেছে ‘নো বল আম্পায়ার ' , স্থগিত হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’

অন্তর্ভুক্ত হতে চলেছে ‘নো বল আম্পায়ার’ ২০২০ আইপিএলে। তবে ‘পাওয়ার প্লেয়ার’-এর ভাবনা স্থগিত করা হয়েছে। গেল কয়েক দিন ধরে এ নিয়ম নিয়ে জোর গুঞ্জন চলছিল।

মঙ্গলবার মুম্বাইয়ে ব্রিজেশ প্যাটেলের নেতৃত্বে বৈঠকে বসে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরে অন্তর্ভুক্ত হবে ‘নো বল আম্পায়ার’। অর্থাৎ থাকবেন অতিরিক্ত আম্পায়ার।

অনেক সময় কোমরের ওপরে ফুলটস কিংবা বাউন্সারে নো বল ডাকা নিয়ে আপত্তি তোলেন ক্রিকেটাররা। এ ক্ষেত্রে মাঠে থাকা আম্পায়াররা হয়তো ভুল করে বসেন। ম্যাচে সঠিক ও নিশ্চিতভাবে নো বল কল করাই এ নতুন আম্পায়ারের কাজ হবে।