ইংরেজি সাইনবোর্ডে মুক্তিযোদ্ধাদের কালিলেপন 

ইংরেজি সাইনবোর্ডে মুক্তিযোদ্ধাদের কালিলেপন 
ইংরেজি সাইনবোর্ডে মুক্তিযোদ্ধাদের কালিলেপন 

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি, রং দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ।

প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় লেখার আইন থাকলেও মানছে না অনেকেই। বিজয়ের মাসে  চট্টগ্রাম নগরে এইসব সাইনবোর্ডে কালিলেপন শুরু করেছে কয়েকটি সংগঠন।

শনিবার সকালে নিউমার্কেট মোড়ে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে বাটা, কনফুল, অপ্পো, বার্জার পেইন্ট, সেম্পোনিসহ  ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে কালি লেপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মোজাফ্ফর আহমেদ, আজম সাদেক, সুজশমা চৌধুরী, শহিদুল ইসলাম, সাধনচন্দ্র বিশ্বাস, মশিউর রহমান খান, আবদুল মাবুদ, নিজাম উদ্দিন, সরওয়ার আলম মণি, আর কে রুবেল, কাজী রাজেশ ইমরান, আরাফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমেদ জয় প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের আইন, ২০১৪ সালের আদালতের নির্দেশ মেনে সকল প্রতিষ্ঠানকে অবিলম্বে নামফলকের ওপরের ৬০ভাগে বাংলা ও নিচের ৪০ ভাগে যেকোনো ভাষা লেখা যাবে এবং সকলকে আইন মেনে নামফলক লাগানোর বাধ্যবাধকতা রয়েছে ।