ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষেও নেই বুমরাহ!

ক্রীড়া প্রতিবেদক ।।

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষেও নেই বুমরাহ!
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষেও নেই বুমরাহ!

ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ কোমরের ইনজুরিতে পড়েছেন । এই খবরটা পুরোনো। নতুন খবর হলো এই ইনজুরি তাকে অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। এর জন্য আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি থাকবেন না। তার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। শুধু তাই নয়, আসছে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষেও খেলা হবে না তার।

 

আসছে নভেম্বরে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুটাই হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী তিন নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরে নাগপুর ও রাজকোটে হবে বাকি দুই ম্যাচ।

এরপর আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। ইনজুরির কারণে এই সিরিজের জন্য বিবেচিত হবেন না বুমরাহ।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে এমনিতেই বিশ্রামে ছিলেন বুমরাহ। তার পিঠে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে রুটিনমাফিক করা রেডিওলজিক্যাল পরীক্ষায়। চির যদিও বলা হচ্ছে খুব গুরুতর নয়, তবে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ বলেই সতর্ক বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের আগে তাকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ। কোনো রকম সংক্ষিপ্ত পন্থা তারা অবলম্বন করতে চায় না। পরিপূর্ণ একটি পুনর্বাসন প্রক্রিয়া চালাতে মরিয়া ভারতীয় বোর্ড আগে বুমরাহর চূড়ান্ত ফিটনেস ফিরে পাওয়ার পক্ষে।

স্বল্প সময়ের ক্যারিয়ারে বুমরাহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলে এসেছেন। এই সবকটি দেশেই নিয়েছেন ৫ উইকেট। ভারতীয় বোর্ড কেন তাকে নিয়ে এত ‘সিরিয়াস’ সেটা এই পরিসংখ্যান দেখেই বোঝা যায়।

ফিজিও নিতিন প্যাটেল এখন বুমরাহর পুনর্বাসন প্রক্রিয়ার দায়িত্বে আছেন। তিনি দ্রুত তাকে ফিট করে তোলার ব্যাপারে আশাবাদী। বললেন, ‘বুমরাহ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই দলের একমাত্র খেলোয়াড়, যার জন্য যেকোনো ফরম্যাটে ভারত যে কোনো সময় বাজি ধরতে পারে। তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে আমাদের শতভাগ মনোযোগ আছে। চেষ্টার কোনো কমতি রাখা হবে না। আশা করি, যথা সময়েই সে ফিরে আসবে।’