ফৌজদার হাট ক্যাডেট কলেজের দেয়াল নির্মাণের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ

মোশাররফের মধ্যস্থতায় উঠল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের অবরোধ

ফৌজদার হাট ক্যাডেট কলেজের দেয়াল নির্মাণের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ

পোস্টকার্ড ডেস্ক।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ দেয়াল তুলে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখলে দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় প্রায় উভয়মুখি ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


জানা যায়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ দেওয়াল তুলে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। তারা জানান, ১৯৫৬-১৯৫৭ সনে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে অত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে ১২৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়। কলেজ প্রতিষ্ঠা হবে এমন ঘোষণায় সরল মনে স্থানীয় ভূমি মালিকগণ নামমাত্র মূল্যে জায়গা প্রদান করেন। কলেজ প্রতিষ্ঠার পূর্বে শত বছর এবং কলেজ প্রতিষ্ঠার পর হতে ৬২-৬৩ বছর যাবত যাতায়াতের একমাত্র রাস্তা হিসাবে ব্যবহার করে আসছেন স্থানীয়রা। বর্তমানে হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেয়। এলাকাবাসী দেয়াল নির্মাণ কাজ বন্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেও কোনো সমাধান না পেয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। সপ্তাহের শেষ দিন হওয়ায় মহাসড়কের দুটি লাইনে বিশাল যানজটের সৃষ্টি হওয়ায় নারী-পুরুষদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। ঘটনার কিছু সময় পর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা, ওসি ফিরোজ হোসেন মোল্লা ও ফৌজদারহাট-সীতাকুণ্ড ট্রাফিক পুলিশের টি.আই রফিকুল ইসলাম মজুমদার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা প্রশাসনের আশ্বাসে কোনো রকম সাড়া দেননি। তবে কাকতালীয়ভাবে স্থানীয়দের ব্যারিকেডে পড়েন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলে আগামী রবিবার বেলা ১১টায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে বন্ধ রাস্তা উন্মুক্ত করার আশ্বাস দিলে স্থানীয়রা ব্যারিকেড তুলে নেন। প্রায় দেড় ঘণ্টার ব্যারিকেড শেষে মহাসড়ক চালু হলেও স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যারিকেড দেওয়ার পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে বুঝানোর চেষ্টা করি। কিন্তু ব্যারিকেডে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আটকা পড়লে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী রবিবার একটি যৌথ বৈঠকের সিদ্ধান্ত নেন। পরে স্থানীয়দের বিষয়টি জানালে তারা মহাসড়ক থেকে ব্যারিকেড তুলে নেন। তবে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ তাদের জায়গা বুঝে নেওয়ার চেষ্টা করছে, আর স্থানীয়রা দীর্ঘদিনের চলাচলের রাস্তা উন্মুক্তই রাখতে চাচ্ছে।