অল্প বৃষ্টিতেই ভাটিয়ারী স্টেশন সড়কে হাঁটু পানি, দেখার কেউ নেই

অল্প বৃষ্টিতেই ভাটিয়ারী স্টেশন সড়কে হাঁটু পানি, দেখার কেউ নেই
অল্প বৃষ্টিতেই ভাটিয়ারী স্টেশন সড়কে হাঁটু পানি, দেখার কেউ নেই

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন সড়কে অল্প বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে । ভাঙ্গা আর ছোট বড় গর্তে স্টেশন সড়কের এখন বেহাল দশা। বৃষ্টির পানি জমে জনদূর্ভোগ চরমে ওঠেছে।সরেজমিনে দেখা যায় ভাঙ্গাচোড়া রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে চলাচলের উপযুক্ততা হারিয়েছে সড়কটি। গাড়ি ও জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।এ সড়কে প্রতিদিন সহস্রাধিক লোকজন চলাচল করে।তাছাড়া পূর্ব ভাটিয়ারী প্রাথমিক বিদ্যালয় এ এলাকায় অবস্থিত।ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে আরো অসুবিধায় পড়তে হয়।স্থানীয় মফিজ,মোরশেদ ও সৈকত বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা হাটু পানিতে নিমজ্জিত হয়ে যায়।এতে এলাকার লোকজনের চলাচলে কষ্ট পোহাতে হয়।
আওয়ামীলীগ নেতা রতন দাশ বলেন,পুরো দেশের চিত্র পাল্টে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।কিন্তু এই সড়কের অবস্থা দীর্ঘ ৯ বছরেও পরিবর্তন হয়নি।অনেক তদবির করেও কাজ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে দলের ও ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।তাই জরুরি ভিত্তিতে দাশ পাড়া সড়কের সংস্কার করা হোক।

এ বিষয়ে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন,এখানে সরকারি কিছু জটিলতার কারণে আমি গত চার বছর এখানে কাজ করাতে পারিনি। তবে সড়কটির সংস্কারের বিষয়ে দিদারুল আলম এমপির সাথে কথা হয়েছে। শীঘ্রই সড়কটির কাজ শুরু করা হবে।