মীরসরাইয়ের র‌্যাবের ওপর হামলায় ছিনিয়ে নেয়া পিস্তল উদ্ধার,আটক ১৩

মীরসরাইয়ের র‌্যাবের ওপর হামলায় ছিনিয়ে নেয়া পিস্তল উদ্ধার,আটক ১৩
মীরসরাইয়ের র‌্যাবের ওপর হামলায় ছিনিয়ে নেয়া পিস্তল উদ্ধার,আটক ১৩

মীরসরাই প্রতিনিধি ।।

র‌্যাবের ওপর মীরসরাইয়ের বারইয়ারহাট বাজারে হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, এছাড়া ঘটনার দিন ছিনিয়ে নেয়া একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৫ মে বুধবার কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনা করতে জোরারগঞ্জের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থান করছে। এমন খবরে সন্ধ্যার পর র‌্যাব-৭ এর একটি দল বারইয়ারহাট এলাকায় পৌঁছালে ওই মাদক ব্যবসায়ীদের কয়েকটি দল একত্রিত হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে র‌্যাবের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে ব্যর্থ হয়ে তারা বারইয়ারহাট ফুটওভার ব্রিজের নিচে দুইটি কভার্ড ভ্যান রেখে রাস্তা বন্ধ করে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আতংক সৃষ্টি হলে দুষ্কৃতকারীরা র‌্যাবের ওপর অতর্কিতভাবে সশস্ত্র হামলা করে। হামলায় দুস্কৃতকারীরা র‌্যাবের ব্যবহৃত একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ সময় র‌্যাবের দুইজন সদস্য গুরুতর আহত হন। আহতরা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর ব্যাপক তদন্ত সাপেক্ষে বারইয়ারহাট করেরহাট ও ছাগলনাইয়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন, সাইদুর রহমান সাঈদ, আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মোঃ আবু সাঈদ (২৮), মোঃ নাসির উদ্দিন (৩৮), মোঃ মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। আটক ফাহাদ প্রকাশ ফরহাদের প্যান্টের পকেট থেকে ২,০০০ পিস ইয়াবা এবং তার দেখানো একটি বস্তা থেকে ৫২ বোতল ফেনসিডিল ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার আরো জানান, সাইদুর রহমান সাঈদ ঘটনাস্থলে থাকা একজন র‌্যাব সদস্যের একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে সাঈদের দেয়া তথ্য মতে, আটক এস এম শাফায়েত হোসেনের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ছাড়াও উল্লিখিত ঘটনায় সরাসরি জড়িত এমন আরো কয়েকজন দুষ্কৃতকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে গতকাল বিকেল পর্যন্ত জোরারগঞ্জ থানায় র‌্যাবের পক্ষে কোনো মামলা হয়নি এবং কোনো আসামিও হস্তান্তর করা হয়নি বলে জানান জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন।

খালেদ /  পোস্টকার্ড ;