ডেঙ্গুতে রোগীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের , মানুষ মারা যা‌ওয়া ব্যর্থতা কার? বিষয়ে আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক ।।

ডেঙ্গুতে রোগীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের , মানুষ মারা যা‌ওয়া ব্যর্থতা কার? বিষয়ে আদেশ বুধবার
ডেঙ্গুতে রোগীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের , মানুষ মারা যা‌ওয়া ব্যর্থতা কার? বিষয়ে আদেশ বুধবার

ডেঙ্গুতে রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য জরুরি ভিত্তিতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এ বিষয়ে ব্যর্থতায় কারা দায়ী তা জানতে বিচার বিভাগীয় তদন্ত ক‌মি‌টি গঠন করা যায় কিনা, সে বিষয়ে হাইকোর্টের আদেশ দেয়া হবে বুধবার।

বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এছাড়া ঢাকার বাইরে মশার ওষুধ এখনো পৌঁছেছে কিনা এবং এর দায়-দায়িত্ব কার এ বিষয়ে জানতে চান আদালত।