হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত

হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত
হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ।।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ঘরে আরও দুই গৃহকর্মীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

একজন ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী এবং আরেকজন ৫০ বছর বয়সী পুরুষ কর্মচারী।

এর আগে মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও করোনাভাইরাসে আক্রান্ত হন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত রবিবার (১০ মে) ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায়।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, মঙ্গলবার (১২ মে) হাসিনা মহিউদ্দিন ও তার বাসার আরও দুই গৃহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই দুই গৃহকর্মীর নাম শাকি এবং হারাধন।

গত রবিবার (১০ মে) সালেহীনের করোনা শনাক্ত হওয়ার পর তার পরদিন সোমবার (১১ মে) মহিউদ্দিনের পরিবারের চশমা হিলের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেই ৮ জনের মধ্যে হাসিনা মহিউদ্দিন ও দুই গৃহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হলো।

বোরহানুল হাসান চৌধুরী সালেহীন চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন।

আক্রান্তরা সকলে চিকিৎসকের পরামর্শে চশমা হিলের মেয়র গলিতে বাসায় আইসোলেশনে আছেন।

অপরদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পরিবারের সদস্যরা ঢাকায় নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের সবার করোনা নেগেটিভ পাওয়া গেছে।