সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক ।।  

বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা(বিজেকেএস) এর উদ্যােগে চট্রগ্রামে সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাবন্ধু যাত্রী কল্যান সংস্থার সভাপতি আ স ম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও মো: আরেফিন এর সঞ্চালনায় রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার সময় চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপে বাংলাদেশ ইনশাআল্লাহ্ অদূর ভবিষ্যতে উন্নত দেশের কাতারে সামিল হতে যাচ্ছে। উন্নতবিশ্বের আদলে পাতাল রেল বা এমআরটি-ই হতে পারে যানজট নিরসনের উৎকৃষ্ট উপায়। আমাদের প্রতিবেশী ভারতও সে পথে পা বাড়িয়েছে। আমাদের সময় লাগবে। মিলিয়ন ট্রিলিয়ন মহামূল্যবান কর্মঘন্টা বাঁচানোর জন্য সময় নিয়ে হলেও এ দূরদর্শী চিন্তায় এমআরটি'র দিকে আমাদের যেতে হবে। ডিজিটাল দেশে হাতের ইশারায় ট্রাফিক কন্ট্রোল বেমানান। ঠাণ্ডা মাথায় মায়ের মমতায় সড়ক দুর্ঘটনা কমিয়ে দিতে পারেন নারী গাড়িচালক। 'সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে নাগরিক দায়িত্ব ও করণীয়' শীর্ষক বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা (বিজেকেএস)’র উদ্যোগে নগরীর কোর্ট হিলস্থ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ মতামত ব্যক্ত করেন।

উক্ত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোজাম্মেল হক, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এএনএম ওয়াসিম ফিরোজ, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রায়হানা আক্তার উর্থী, সিমনী গ্রুপের কর্ণধার ও সীতাকুণ্ডের কৃতীসন্তান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মো. ইমরান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন এসএম মোর্শেদ হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, আরএম এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান হাশেমী।

খালেদ / পোস্টকার্ড ;