সীতাকুণ্ডে সিলিন্ডারের আগুনে ৫১ ভাড়াঘর ভষ্মীভূত, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ডে সিলিন্ডারের আগুনে ৫১ ভাড়াঘর ভষ্মীভূত, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলিন্ডারের আগুনে সীতাকুণ্ডে ৫১টি ভাড়া ঘর ভষ্মীভূত, ৭০ লাখ টাকার সম্পদহানি 

পোস্টকার্ড ডেস্ক ।।

ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫১টি বসত ঘর ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় অন্তত ৭০ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে দাবি ভুক্তভোগিদের।

শনিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের এক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কদমরসুল কেশবপুর এলাকার চৌধুরী কলোনির একটি ভাড়া ঘরে থাকা গ্যাসের চুলো থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই ৫১টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বিকেলে কলোনির একটি পরিবারের রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়লে ৫১টি বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেয়ায় আরো শতাধিক ঘর রক্ষা পেয়েছে।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, ওসি মো. আবুল কালাম আজাদ ও তিনি সরেজমিনে সেখানে যান। ভুক্তভোগিরা আনুমানিক ৭০ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে জানিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;