সরকার তাকরীমকে মঙ্গলবার সংবর্ধনা দেবে

সরকার তাকরীমকে মঙ্গলবার সংবর্ধনা দেবে
সরকার তাকরীমকে মঙ্গলবার সংবর্ধনা দেবে

পোস্টকার্ড নিউজ ।। 

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার চতুর্থ বিভাগে (১৫ পারা গ্রুপ) তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। বিজয়ী হিসেবে তাকে এক লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাকরীম গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২২ সেপ্টেম্বর মধ্যরাতে হাফেজ সালেহ আহমদ তাকরীম দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এ সময় হাজারো জনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিমানবন্দরে ভিড় করে। 

হাফেজ তাকরীম ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী।

খালেদ / পোস্টকার্ড ;