সমবেদনা সাকিবের জন্য

সমবেদনা  সাকিবের জন্য

পোস্টকার্ড প্রতিবেদক ।।

বাংলাদেশ ক্রিকেট দল গতকালই পূর্ণ সিরিজ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে গেছে । যে দলটির অধিনায়ক হিসেবে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু হঠাৎ এক ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। তার সঙ্গে কথিত এক ক্রিকেট জুয়াড়ি তিনবার যোগাযোগ করেছিল, বিষয়টি আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর অপরাধেই সাকিব সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন দু’বছরের জন্য। যার মধ্যে এক বছর মুলতবি শাস্তি। সবকিছু হিসাবমতো চললে আগামী বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন দেশের এখনতক সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

গতকাল সারাদিনই টক অব দ্য কান্ট্রি ছিল সাকিবের নিষেধাজ্ঞা। দেশসেরা ক্রিকেট তারকার জন্য সমবেদনাই ঝরেছে সবার কথায়। সাকিব ‘সরল’ মনে ওই ভুল করেছিলেন বলে মনে  করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আইসিসির সভাপতির দায়িত্ব পালন করে আসা মুস্তাফা কামাল বলেন, ‘আইসিসি ডিসিপ্লিনের বিষয়ে কঠোর।ম্যাচ ফিক্সিং আইসিসি পছন্দ করে না, করবেও না। এই খেলা মানুষের মনে জায়গা করে নিয়েছে। এখানে আইসিসি কাউকে ছাড় দেয় না, ছাড় দেওয়ার উদাহরণ নেই। আইসিসির আইনটি সাকিবের ভালোভাবে জানা ছিল, তারপরও সাকিব কেন এমন করল! আসলে এটা ও ভুল করেছিল।

যোগ করেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সাকিবকে এক বছর পাব না, এটা দুঃখজনক। সাকিবের জীবনে যেন ঝড় বয়ে যাচ্ছে। সরল ভেবে ও কাজটি করেছে। সাকিবের সার্ভিস এক বছর পাব না, আমরা ক্ষতিগ্রস্ত হব।’ আইসিসির তদন্তে দোষ স্বীকার করে সাকিব ‘ভালো’ কাজ করেছে বলে মনে করছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল। বলেন, ‘সে তার সততার পরিচয় দিয়েছে। সে সত্যি বলেছে। তবে সে বোর্ডকে বা প্রধানমন্ত্রীকে বিষয়টি বলতে পারত।’

পুরো একটি বছর সাকিবের এভাবে ক্রিকেটের বাইরে থাকাটা সত্যিই হতাশাজনক বাংলাদেশের ক্রিকেটের জন্য এমনটিই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। কথায় বলেই ফেলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে দুঃখের, বেদনার দিন। গোটা জাতি বেদনায় নীল।’ তার মতে, সাকিব শক্ত মানসিকতার। আর এটিই তাকে আরও পরিণত করবে। এক বছর পর যখন তিনি ক্রিকেটে ফিরবেন, তখন অন্য সাকিবকে দেখা যাবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। শুধু তিনিই নন, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সতীর্থ, বন্ধুবান্ধব এবং ভক্তরাও মনে করেন এমনটি সম্ভব তিনি সাকিব বলেই।

ভারত সফরে যাওয়ার আগে ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করি সাকিব বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা অংশ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয়, সবাই ব্যথিত ওর জন্য। কারণ আমরা সবাই জানি, ও আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হয়তো সে ভুল করেছে, কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন সাকিবের সঙ্গে আছে। আগে যেভাবে সাকিবকে ভালোবাসতাম, এখনও সেভাবে ভালোবাসব।’ মুশফিকুর রহিমের কথা, ‘সাকিবের সঙ্গে অনেক বছর ধরে খেলছি, অবশ্যই তাকে মিস করব। সে নাম্বার ওয়ান প্লেয়ার, তাকে ছাড়া খেলা অবশ্যই কঠিন।’

সাকিবকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে এমনটিই মনে করেন ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়। টুইটারে তিনি লেখেন, অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা কি বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার একমাত্র অপরাধ হলো আইসিসি এবং অ্যান্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে না জানানো। এজন্য দু’বছর নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আমি আশা করি, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আইসিসি।

সাকিবের জন্য সমবেদনা ও সহমর্মিতার ঢেউ বিনোদন জগতেও। নায়িকা মৌসুমী বলছিলেন, ‘সাকিবের জন্য খুব খারাপ লাগছে। সাকিবের মতো ক্রিকেটার পাওয়াটা কঠিন। একটা পদ্মা সেতু তৈরির থেকেও আরেকটি সাকিব গড়া কঠিনতম কাজ।’ এই চিত্রনায়িকা বলেন, ‘আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

ঢালিউড চিত্রনায়ক শাকিব খান বুধবার নিজের ভেরিফাই করা ফেসবুক পেজে লেখেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটিই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের।’ তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়।’