সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে ভীতি ছড়ানো ফৌজদারি অপরাধ:তথ্যমন্ত্রী 

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে ভীতি ছড়ানো ফৌজদারি অপরাধ:তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক।।   

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে ভীতি ছড়ানো ফৌজদারি অপরাধ এবং তা অনেকে করছেন ।

মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রামে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে (ইউএসটিসি) ১০০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে ইউএসটিসিতে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসাসেবা হবে বলেও ঘোষণা দেন। এই হাসপাতালে প্রাথমিকভাবে ৭০টি আইসোলেশন বেড, ২৭টি কার্ডিয়াক বেড, ৩টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে হাসপাতালটি।

এ হাসপাতালে ২৫০ শয্যায় চিকিৎসা সেবা দেয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, সিনিয়র সচিব কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজীর আহমেদ, ডিআইজি গোলাম ফারুক, চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মুজিবুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ ।

তথ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে দেশে মাস্ক বা পিপিইর কোনো ঘাটতি নেই। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। ইতোমধ্যেই প্রতিটি জেলায় একটি আইসিইউ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ও আশপাশের প্রায় সাড়ে তিন কোটি মানুষের কীভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সরকার সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে।'

এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের জেলা প্রশাসককে অনুরোধ জানান, যেন শুধু শহরের কথা চিন্তা না করে গ্রামের মানুষদেরও কীভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে জরুরিভিত্তিতে যেন পদক্ষেপ নেন।