স্বপ্না দিলেন সুখবর, তৈরি হচ্ছে ৪ লাখ পিপিই

স্বপ্না দিলেন সুখবর, তৈরি হচ্ছে ৪ লাখ পিপিই
স্বপ্না দিলেন সুখবর, তৈরি হচ্ছে ৪ লাখ পিপিই

পোস্টকার্ড ডেস্ক।।

সারা বিশ্ব করোনাভাইরাসে নাস্তানাবুদ । থামছে না মৃত্যুর মিছিল। বরং একের পর এক আক্রান্ত হয়ে চলেছে নতুন নতুন দেশ। চারপাশে যখন আতঙ্ক আর উদ্বেগ, তখনই সুখবর দিয়েছেন বাংলাদেশের মেয়ে স্বপ্না ভৌমিক। করোনা মোকাবেলায় জরুরী কাজে নিয়োজিতদের জন্য তার নেতৃত্বে তৈরি হচ্ছে চার লাখ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট)। বিশেষ করে চিকিৎসকদের জন্য এ সুরক্ষা পোশাক তৈরি করা হচ্ছে। যেনো তারা এ পোশাক পরে আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন।

শনিবার রাতে স্বপ্না তার ফেসবুকে এ ঘোষণা দেন। তারপরই এ নিয়ে শুরু হয় প্রশংসা। সবাই স্বপ্নাকে শুভেচ্ছা জানাতে থাকেন। স্বপ্না লিখেছেন, ‘বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন। দেশের কঠিন এ পরিস্থিতিতে এ সব পোশাক চিকিৎসকদের দেয়া হবে বিনামূল্যে।’

বিশ্ববিখ্যাত পোশাক ব্র্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক। এ সুরক্ষা পোশাকগুলোও  বানানো হচ্ছে মার্ক্স অ্যান্ড স্পেন্সারের সঙ্গে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। আগামী ১০-১২ দিনের মধ্যেই চার লাখ পোশাক তৈরি হয়ে যাবে বলে জানা যায়।

এ বিষয়ে শামস রাশেদ জয় নামের একজন ফেসবুকে লেখেন, ‘স্বপ্নার মা সাধনা ভৌমিক ইহলোক ছেড়ে চলে গেছেন মাত্র ২১ দিন আগে। আজকের এই বিশাল কাজের খবরটি ফেসবুকে ছোট্ট করে জানানোর সময় স্বপ্না মাসীমাকে স্মরণ করেছেন।’সেখানে আরও বলা হয়েছে, ‘যার যা আছে, তা-ই নিয়ে ঝাঁপিয়ে পড়ো’।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন। করোনা মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই) নেই বলে চারদিক থেকে অভিযোগ ওঠে। যা দেশজুড়ে করোনা মোকাবিলার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে এ কঠিন সময়ে স্বপ্না ভৌমিক জানালেন সুখবর।