সাপ্তাহিক স্লোগান আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া- কবিতা পাঠের আসর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ।।

সাপ্তাহিক স্লোগান আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া- কবিতা পাঠের আসর সম্পন্ন
সাপ্তাহিক স্লোগান আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া- কবিতা পাঠের আসর সম্পন্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২২ আগস্ট সাপ্তাহিক স্লোগান আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ছড়া ও কবিতা পাঠের আসর’ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক,বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক  ও সাংবাদিক রাশেদ রউফ ও শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ। অতিথির বক্তব্যে রেজাউল হক চৌধুরী মুশতাক বলেন,অগ্রণী ভূমিকার কারণে চট্টগ্রাম ইতিহাসের অংশ, যে ৬ দফার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল। বঙ্গবন্ধু জননেতা এম আজিজ ও জহুর আহমেদ চৌধুরীকে সে দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে সে ৬দফা সারাদেশের মানুষের প্রাণের দাবীতে পারিণত হয়। রাশেদ রউফ তার বক্তৃতায় বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর স্থান সকলের উর্দ্ধে। তাই বাঙালির আবেগের উচ্চাস্থানে রয়েছে বঙ্গবন্ধুর নাম।  লেখক কবি সাহিত্যিকগণ লেখার মাধ্যমে সে আবেগের বহি:প্রকাশ ঘটান। শিশুসাহিত্যিক ইফতেখার মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আসরে লেখা পাঠে অংশ নেন- ফজল হোসেন,দীপক বড়ুয়া,এমরান চৌধুরী,উৎপলকান্তি বড়ুয়া,মর্জিনা আকতার,হাবীব সাখাওয়াত,আনোয়ারুল হক নূরী, রহমান হাবীব,মিলন বনিক,আজিজ

রাহমান, মনজুর আহমদ,  রঞ্জন বনিক,সোমা মুৎসুদ্দি,নান্টু বড়ুয়া,রুনা তাসমিনা, সৈয়দা সেলিমা আকতার, গোফরান উদ্দিন টিটু,শাহরিয়ার শান্তনু,নজরুল জাহান,অভি ওসমান, কেশব জিপসী,মৃনালিনী চক্রবর্তী,সালাম সৌরভ,সাইফুল্লাহ কায়সার,মিজানুর রহমান শামীম,তালুকদার হালিম,কাঞ্চনা চক্রবর্তী,রুমি চৌধুরী,আল জাবিরী, মোস্তফা হায়দার,অপু চৌধুরী,বাসুদেব খাস্তগীর, এম কামাল উদ্দিন,প্রদ্যোত বড়ুয়া,শিপ্রা দাশ,বিচিত্রা সেন, দীপংকর দাশগুপ্ত,তাপস চক্রবর্তী, সুরভী কান্তা, সুপ্রতীম বড়ুয়া, সাইফুদ্দিন সাকিব,শহীদুল ইসলাম শহীদ, শেলীনা আকতার, শম্পা চক্রবর্তী , তরুন তপন বড়ুয়া, সাহেদুল ইসলাম, শেখ মুহাম্মদ ফয়সালও বাপ্পারাজ, প্রমূখ।