সীতাকুন্ডের স্বর্ণের দোকান চুরির একমাস পেরিয়ে গেলেও তদন্তে কোন অগ্রগতি নেই

সীতাকুন্ডের স্বর্ণের দোকান চুরির একমাস পেরিয়ে গেলেও তদন্তে কোন অগ্রগতি নেই

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ডের বাঁশবাড়িয়া বাজারে ইউপি স্বর্ণ শিল্পালয়ে চুরির একমাসেও ঘটনার কূলকিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। সব হারিয়ে পাগলপ্রায় ইউপি স্বর্ণ শিল্পালয়ের মালিক গৌতম বনিক। এদিকে চুরি যাওয়া স্বর্ণ পুষিয়ে দিতে বিভিন্ন ভাবে তাকে চাপ দিচ্ছেন গ্রাহকেরা।

চুরি হওয়া স্বর্ণের দোকানদার গৌতম বনিক বলেন, গত ১২ আগস্ট রাতের কোন এক সময় তার দোকান চুরি হয়। ঘটনার পর দিন পুলিশ ঘটনাস্থলে যায়। এ দিনই তিনি মামলা দিতে যান। থানায় লিখিত অভিযোগ নিলেও সেটি মামলা আকারে নথিভুক্ত করেনি পুলিশ।

পরে ঘটনার আটদিন পর সেটি নথিভুক্ত হয়। ঘটনার একমাস পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্নের কোন সন্ধান করতে পারেনি পুলিশ। এমনকি ঘটনার তদন্তকাজে পুলিশের অনিহার কথাও তিনি উল্লেখ করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কাজ অব্যাহত রয়েছে। আমরা আসামিও গ্রেফতারের চেষ্টা করছি।

অপরদিকে এ বিষয়ে জানতে ওসি তদন্ত সুমন বনিক মামলা হওয়ার এক মাসের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা ঘটনার পর থেকে আপ্রাণ চেষ্টা করছি আসামি শনাক্ত পূর্বক আইনের আওতায় আনতে। কিন্তু আসামিরা খুবই দূর্দান্ত। তারপর ও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আসামি ধরবো, চুরিকৃত স্বর্ণও উদ্ধার করবো।