সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা , আটক ৩

সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা  , আটক ৩
সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যার , আটক ৩

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে পুকুর পাড়ে থাকা অবস্থায় সায়মা আক্তার (২০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়মা আক্তার উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার দিদারুল আলমের স্ত্রী।

মঙ্গলবার (৯ মে ) রাত বারোটায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সায়মা আক্তারকে গলাকাটা অবস্থায় পুকুর পাড়ে দেখতে পেলে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দিদারুল আলম, ও ননদসহ তিনজনকে আটক করা হয় ।

স্থানীয় মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, লাশ উদ্ধারের পর নিহতের পরিবার এটি ডাকাতি বলে প্রচারের চেস্টা করে। এখন তদন্ত করলেই বের হবে আসলে সঠিক ঘটনা কি হয়েছে ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আমরা গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চমেক হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ঘটনার সময় নিহতের স্বামী কর্মস্থলে ছিলেন। গৃহবধুর দুই বছর বয়সী ছেলে সন্তান আছে। আমরা তবুও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, ননদসহ তিনজনকে থানায় এনেছি। নিহতের স্বজন কেউ এলে মামলা দায়ের হবে।

সেখানে ডাকাতির কোন ঘটনা ঘটেনি জানিয়ে ওসি তোফায়েল বলেন, গৃহবধূর গায়ে হাতে গয়না ছিলো। তাদের ঘরেও ডাকাতি বা লোপাটের কোন চিহ্ন পাওয়া যায়নি। এসব মিথ্যা প্রচারণা বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;