সীতাকুন্ডের বিলুপ্ত মৃৎশিল্প কে বাঁচাতে প্রণোদনা প্রয়োজন

সীতাকুন্ডের বিলুপ্ত মৃৎশিল্প কে বাঁচাতে প্রণোদনা প্রয়োজন

এম,ইব্রাহিম খলিল, সীতাকুন্ড।।

সীতাকুন্ডে বিলুপ্তির পথে মৃৎশিল্প প্রণোদনা প্যাকেজের আওয়াতায় আনা জরুরী প্রয়োজন। করোনা ভাইরাস এর প্রভাবে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প । তার উপর দাদনচক্র ও কিস্তির টাকা নিয়ে দিশেহারা কুমাররা বা মৃৎশিল্পীরা ।

১৪২৭ বাংলার পহেলা বৈশাখ ও বৈশাখী মেলা উপলক্ষে দাদন ও কিস্তি নিয়ে অনেক পুঁজি বিনিয়োগ করে হাজারো রকমের মাটির পাত্র তৈরী করেছিল বিক্রি করতে না পারায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন । বেশী ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পকে উক্ত প্যাকেজের আওতায় আনা প্রয়োজন।

পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া, পালপাড়ায় অবস্থিত প্রতিটি ঘর যেন একটি কারখানা এখন মৃত প্রায়। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য মানুষের জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে সৃষ্টি হয়েছিল মাটির তৈরী বাসনপত্র।

এই দেশীয় মিৎশিল্পকে রক্ষা করতে প্রণোদনার আওতায় আনা জরুরী প্রয়োজন। মাটির তৈরী শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের ঘোষিত প্যাকেজ এর ভাগ্য জুটবে কিনা জানা নেই এই শিল্পের সাথে জড়িতরা? তাদের অনেকের ভাগ্যে ত্রাণ জুটছেনা?

মাটিরপাত্র তৈরি করে আগুনে পুড়িয়ে সেটাকে ব্যবহারের অধিকতর উপযোগী করে তুলে। নারী শিল্পীরা রং তুলি দিয়ে যেমন করে তুলে নান্দনিকতা , তেমনি কুমারা তার হাতের স্পর্শে মাটিকে করে তোলে তৈজসপত্র।

যুগ যুগ ধরে বংশ পরম্পরায় নিজেদের হাতে সুনিপুণতা দিয়ে তৈরি করে আসছে হাজারো রকমের মাটির পাত্র। হাঁড়ি, বাসন, ঘটি-বাটি, খেলনা, পুতুল, ফুলদানি, খোলা, চায়ের কাপ, ফুলের টব অন্যতম। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের ফলে এই মাটির শিল্পের চাহিদা কমে গেছে।মাটির শিল্পের স্থান দখলে নিয়েছে । গ্রামগঞ্জে মাটির পাত্র ব্যবহার করছে এবং মাটির পাত্র ব্যবহার স্বাস্থ্যসম্মত মনে করেন।

ঘোষিত প্রণোদনা পেলে যন্ত্রচালিত কারখানায় উন্নতমানের মসৃণ মাটির পাত্র তৈরি করে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব ।

করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এই মৃৎশিল্প কে প্রণোদনা প্যাকেজের আওয়াতায় আনা হলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের জিডিপিতে অবদান রাখাতে পারে।

উপজেলায় এই মৃৎশিল্পে বর্তমানে কয়েক হাজার লোক কর্মরত আছে প্রণোদনা পেলে পুনরুজ্জীবিত হবে মিৎশিল্প ।