সীতাকুন্ড বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পর্ন

সীতাকুন্ড বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পর্ন
সীতাকুন্ড বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পর্ন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের এক মতবিনিময় সভা সম্পর্ন হয়েছে। পদ্মা সেতু সফলতার সাথে বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন, মিলন মেলা ও মতবিনিময় গতকাল শুক্রবার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন আলহাজ্ব এস এম আল মামুন।

এসময় এস এম আল মামুন বলেন, “বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরু বাজারসহ অসংখ্য উন্নয়নের রুপকার ছিলেন বাঁশবাড়িয়ার প্রতিথযশা চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী। আর উনার সুযোগ্য সন্তান আরিফুল আলম চৌধুরী রাজু। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাজু। আপনারা বাঁশবাড়িয়া বাসিরা যদি সহযোগিতা করেন, তাহলে অবশ্যই রাজু আগামীদিনের চেয়ারম্যান নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পর পিতার আদর্শ নিয়ে আপনাদের সেবাই নিয়োজিত থাকবে বলে আমি মনে করি।

বর্তমান রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা আছে, তবে হিংসা অথবা হানাহানি কারোর জন্য কাম্য নয়। তাই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরি।” 

সভাপতির বক্তব্যে আরিফুল আলম চৌধুরী রাজু বলেন, “আওয়ামীলীগ জনগনের দল, পদ্মা সেতু সফলতার সাথে বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সরকারের উন্নয়ন গ্রামের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমার বাবা আপনাদের পাশে মরণকাল পর্যন্ত থেকেছে, আমিও ছোটকাল থেকে আপনাদের পাশে ছিলাম,ভবিষ্যতেও পাশে থাকতে চায়।”

বাঁশবাড়িয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সাহাব উদ্দীন পরিচালনায় বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী জালাল আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল হক, নাছিম উদ্দীন চৌধুরী, সদস্য আসলাম হাবীব, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর আলম, মোঃ ইলিয়াস, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের সওদাগর, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, হারুন অর রশীদ,মোঃ ফরহাদ,কামাল উদ্দীন,ইসমাইল হোসেন মেম্বার, মাহবুব মেম্বার,সেলিম উদ্দিন মেম্বার, সীতাকুন্ড পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহি পায়েল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.সেকান্দর, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সি. সহ সভাপতি ইকবাল মাহমুদসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।