সীতাকুন্ডে সরকারি উজির আলী প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা

সীতাকুন্ডে সরকারি উজির আলী প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা

সীতাকুন্ড  প্রতিনিধি।। 
কিছুটা আনন্দ আর কিছুটা বেদনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হল সীতাকুন্ড ২নং বারৈয়াঢালা ইউনিয়নের উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী’র সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা।

তিনি বলেন,“বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এক সময় এমন ছিল যে বছরের ৩ মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের হাতে বই পৌছাইনি। কিন্তু এখন নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌছে যাচ্ছে। এটা কিন্তু কম কথা নয়। শুধু তাই নয় শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদায়ী সহকারি প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ অনেক আন্তরিক ও ভাল মানুষ। বিদ্যালয়ের শিক্ষা থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি কার্যক্রমে তার ধারাবাহীক ভাবে অংশ গ্রহন ছিল এবং বিদ্যালয়ে সবার আগেই তিনি উপস্থিত হতেন। তাই বিদায়ী লগ্নে শুভেচ্ছা ও তাঁর দীর্ঘায়ু কামনা করছি। একই সাথে মানেজিং কমিটির সভাপতি সাংবাদিক জাহেদ সাহেবসহ সদস্যরা স্কুলের প্রতি আন্তরিক হওয়ায় আজ একজন শিক্ষককের বিদায় বেদায় এভাবে সম্মানিত করা সম্ভব হয়েছে।”

সহকারি শিক্ষক মানিক চন্দ্র নাথের স ালনায় বিশেষ অতিথি ছিলেন,সহকারি শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, মোহাম্মদ আলাউদ্দিন, আজমেরী খাতুন,লিটন চন্দ্র সূত্র ধর, টেরিয়াইল বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও স্কুলের বিদ্যুৎসাহী সদস্য প্রদীপ কুমার নাথ,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ দিদারুল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন,সদস্য তহিদুল আনোয়ার চৌধুরী,সীতাকুন্ড মহালঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর উল্লাহ,বড়দারোগা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, অভিভাবক মোঃ সিরাজুল হক ও সাফিয়া খাতুন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্না সাহা। অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষক,শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সীতাকুন্ড প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন,সহকারি শিক্ষিকা নার্গীস আকতার,শিউলি চৌধুরী,ইভা ধুম,জেসমিন আক্তার,তানিয়া শারমিন, সাঈমা আলম,রীতা রাণী চক্রবর্তীসহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তি বর্গ।

বিদায় অনুষ্ঠানের মধ্যে ২০২০ সালের স্কুলের সকল শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছে।