সীতাকুন্ডে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারী চালিত অটোরিক্সা, নির্বিকার প্রশাসন

সীতাকুন্ডে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারী চালিত অটোরিক্সা, নির্বিকার প্রশাসন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ডে ব্যাটারী চালিত অটেরিক্সায় ওড়না পেছিয়ে অকালে কলেজ ছাত্রীর মৃত্যুর পর আটোরিক্সা বন্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠে সর্বসাধারন। এ ঘটনার পর থেকে অটোরিক্সা বন্ধে উদ্যোগ গ্রহন করে প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা সময় সাপেক্ষ হওয়ায় ঘটনার রেশ না কাটতে অদৃশ্যভাবে পূনরায় দুর্দান্ত প্রতাপে মহাসড়ক দখল করে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা। ফলে মহাসড়কসহ উপ-সড়কে বেপোরোয়া হয়ে নিয়েছে ভয়ংকর রুপ। অথচ প্রশাসনের নাকের ডগায় দুর্বার গতিতে মহাসড়ক ও সংযুক্ত সড়কে অটোরিক্সা চলাচল বৃদ্ধি পেলেও নেই আইনানুগ ব্যবস্থা। ফলে আবারো বড় ধরনের দুর্ঘটনায় যে কোনো সময় যে কারো কূল খালি হওয়ার আশংকা দেখা দিয়েছে।আর মাসিক মাসোয়ারায় চলাচল করায় মহাসড়কে অটোরিক্সা বন্ধে কার্যকর ভূমিকা নেই বলে রয়েছে অভিযোগ।
বিভিন্ন সূত্রে জানা যাই, পৌরসদরকে কেন্দ্র করে প্রায়২’শ অটোরক্সিা  মহাসড়ক কেন্দ্রিক বিভিন্ন রুটে চলাচল করছে। মাসিক মাসোয়রার বিনিময়েমহাসড়ক ওসংযুক্ত গ্রামীন সড়কে চলাচল করছে অটোরিক্সা। আর অটোরিক্সা মালিক সমিতির নামে একটি সংগঠন মাসিক নির্দিষ্ট হারে আদায় করেমাসোয়ারা। রিক্সা প্রতি ধার্যকৃত ৫’শ টাকার মাসিক হারে প্রায় ২লাখ ৫০ হাজার টাকা আদায়কৃত চাঁদা প্রশাসনসহ বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানকে প্রদান করে অটোরিক্স সড়কে চলাচল করছে বলে জানান রিক্সা মালিক ও চালকরা।
রিক্সা মালিকরা বলেন,‘ সড়কে গাড়ি চালাতে হলে দিতে হবে চাঁদা। তাই সমিতির মাধ্যমে উত্তোলিত মাসিক চাঁদায় বিভিন্ন লোকজনকে ম্যানেজ করে গাড়ি চলছে রাস্তায়। যে চাঁদা দিতে ব্যার্থ হবে তার গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে জানান তারা। আর এভাবে বিভিন্ন মাধ্যমের যোগসাজশে মহাসড়কের সীতাকুন্ড অংশে সড়কে বেড়েছে অটোরিক্সা চলাচল। ফলে সড়ক পথে শৃংখলার পরিবর্তে বৃদ্ধি পেয়েছে বিশৃংখলা।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বলেন,‘ অটোরিক্সা তো দুরের কথা মহাসড়কে তিন চাকার যান চলা সম্পূর্ন নিষিদ্ধ। আইন অমান্য করে অটোরিক্সা চলাচল করার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে অটোরিক্সা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।