সীতাকুন্ড পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সীতাকুন্ড পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক ।।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুন্ড পৌরসভা শাখা কতৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন গত ২৫/০৯/২০ইংরোজ শুক্রবার বিকাল৫.০০ ঘটিকার সময় পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম অধিকারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেতু দাস এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

দুই পর্বে বিভক্তি ছিল অনুষ্ঠান, প্রথম পর্বে ছিল পৌরসভার দশটি পূজা প্যান্ডেলের প্রতিনিধিবৃন্দের বক্তব্য এবং বিভিন্ন মন্ডপ কমিটির প্রতিনিধিদের নিয়ে আলোচনা।

দ্বিতীয় পর্বে শুরু হয় সম্মেলনের কার্যক্রম, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব তপন চক্রবর্তী, সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি সদস্য রুপন চন্দ্র দে,
উপজেলা আহবায়ক কমিটির সদস্য সুলাল দাস(সুনিল), সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক স্বপন বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক দুলাল দে,মহালায়া উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বিজয় ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য আশিশ শর্মা, প্রতাপ নাথ , সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম চৌ মুরাদ, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল আলম।

দ্বিতীয় পর্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক হারাধন চৌধুরী বাবুর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটির মাধ্যমে পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক করা হয় তাপস চক্রবর্তীকে,এবং যুগ্ম আহ্বায়ক করা হয় অজয় পাল ( নান্টু), সুজিত পাল ও নিতাই দে( রিপন) কে।

সদস্যসচিব সুজিত দাস সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।