সীতাকুন্ডে পৌর এলাকায় আশংকাজনক হারে বাড়ছে করোনা রোগী, নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিপণীবিতান

সীতাকুন্ডে পৌর এলাকায় আশংকাজনক হারে বাড়ছে করোনা রোগী, নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিপণীবিতান
সীতাকুন্ডে পৌর এলাকায় আশংকাজনক হারে বাড়ছে করেনা রোগী, নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিপণীবিতান

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড , চট্টগ্রাম ।।

সীতাকুন্ডে গোডাউন রোডে ব্যাংক কর্মচারী করোনা সনাক্তের পর থেকে পৌরসভা এলাকায়  আশংকজনক হারে বাড়ছে করোনা রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করেনা রোগী সনাক্ত হয়েছে ১১ জন। যেসব ওয়ার্ডে করেনা সনাক্ত হয়েছে তা হল- ৩ নং ওয়ার্ডের সোবহান বাগে ২ জন, ৭ নং ওয়ার্ডে আমিরাবাদে ১ জন, ৪ ওয়ার্ডের ভোলাগিরিতে ১ জন, ৬ নং ওয়ার্ডের তেলী পাড়া ও মৌলবী পাড়া ২ জন, ২ নং ওয়ার্ডে শেখপাড়া ১ জন, ইদিলপুর ২ জন ও কলেজ রুটের বাদশা প্লাজা ও বড়বাজারে ২।

উপজেলার মোট ৪০ জন করেনা রোগীর মধ্যে প্রায় রোগী পৌরসভাতে সনাক্ত হওয়ায় ঝুকিপূর্ন হয়ে উঠেছে পুরো এলাকা। এ পরিস্থিতিতে স্বাভাবিক জীবন নিয়ে শংকিত হয়ে পড়েছেন সাধারন মানুষ।

পৌরসভার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন,‘ দিনে দিনে অবস্থা নাজুক হয়ে উঠায় বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৌরসভা। উপজেলা প্রশাসনিক প্রান কেন্দ্র হওয়ায় পৌরসদরে কোনো ভাবেই কমছে জনসমাগম। তাছাড়া ঈদকে ঘিরে নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটগুলোতে জনগনের ভীড় বৃদ্ধি পাওয়া অবস্থার ব্যাপক অবনতি হচ্ছে বলে জানান তারা।

এদিকে, জনসমাগম কমাতে বিপণীবিতানগুলো না খোলার সিদ্ধান্ত নিয়েছে পৌরসদর দোকান মালিক সমিতি। কিন্তু সকল নিষেধাজ্ঞাকে অমান্য করে সকাল থেকে অনেকটা আড়ালে-আবড়ালে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তবে এ ক্ষেত্রে জনগনের চাহিদা কারনে ব্যবসাগুলো অনেকটা গোপনে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করে চালানো হচ্ছে বলে জানান দোকানীদের। এতে করে বাজারের প্রায় প্রতিটি বিপনি বিতানে শিশু-কিশোর ও মহিলাদের ভীড় বৃদ্ধি পাওয়ায় পৌরসভায় করোনা ঝুকি মহামারী নিতে পারে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন,‘ প্রশাসনের নজরধারী সত্ত্বে মার্কেটগুলোতে অগোচরে চলছে বিকিকিনি। দেশের করুন অবস্থার মধ্যেও মানুষ ঈদের কেনা-কাটায় মত্ত হয়ে উঠেছে সাধারন মানুষ। জনগন যদি সচেতন না হয় সমস্যা থেকে উত্তোরণ করা কখনো সম্ভব হবে না বলে জানান তিনি।