সীতাকুন্ডে কোরবানীর পশু মজুদের ঘর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান , ব্যবস্থা গ্রহনে উদাসীন কর্মকর্তারা

সীতাকুন্ডে কোরবানীর পশু মজুদের ঘর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান , ব্যবস্থা গ্রহনে উদাসীন কর্মকর্তারা
সীতাকুন্ডে কোরবানীর পশু মজুদের ঘর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান , ব্যবস্থা গ্রহনে উদাসীন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড ।।

সীতাকুন্ডে কোরবানীকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানকে পশু মজুদের ঘরে পরিনত করেছে ব্যবসায়ীরা। কোরবানীর হাট-বাজার শুরুর পর থেকে কতিপয় পশু বিক্রেতা প্রতিষ্ঠানকে পশু ঘরে পরিনত করে। এ অবস্থায় শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে পরিবেশ দুষনের কবলে পড়ছে স্থানীয়রা। অথচ শিক্ষা প্রতিষ্ঠানটি পশু পালন ঘরে পনিত হলেও ব্যবস্থা গ্রহনে উদাসীন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জানা যায়, কোরবানীকে কেন্দ্র করে পশু মজুদ শুরু করে মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়ার ব্যবসায়ীরা। এ সময় মজুদকৃত পশুগুলো লালন-পালনে ব্যবহার করতে থাকে পেশকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন ভবনের কয়েকটি কক্ষ। এছাড়া দিনের বেলায় মজুদকৃত পশুগুলোর পরিচর্যায় বেছে নেয়া হয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বেষ্টনী। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে পশু মজুদের পর থেকে পুরো এলাকা র্দুগন্ধে ছড়িয়ে বিনষ্ট হতে চলেছে শিক্ষার পরিবেশ। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় তদারকির অভাবে প্রতিষ্ঠানটি পশু পালনের ক্ষেত্র হয়ে উঠে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা বলেন,‘ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকজনের উদাসীনতার কারনে কিছু লোক শিক্ষা প্রতিষ্ঠানকে পশু পালনের স্থানে রুপান্তর করার সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হলে প্রতিষ্ঠানকে পশু ঘরে পরিনত করার সুযোগ পেত ব্যবসায়ীরা। তাই ভবিষ্যত প্রজন্মের উজ্জল জীবনের কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় এগিয়ে আসা উচিত বলে জানান তারা। তবে অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মজুদকৃত পশুগুলো সরিয়ে নিতে ব্যবসায়ীদের বারবার বলা হয়েছে। কিন্তু কারো কথার তোয়াক্কা না করে অনেকটা জোরপূর্বক পশু মজুদ করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে বলে জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছফা বলেন,‘ শিক্ষা প্রতিষ্ঠানটির দায়ীত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য দায়ীত্ব দেয়া হয়েছে। এরপরও ব্যবসায়ীরা কিভাবে শিক্ষা প্রতিষ্টানে পশু মজুদ রেখে স্কুল কক্ষ ব্যবহার করছে বুঝতেছি না।’ এখন আইনি পক্রিয়ার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে বলে জানান তিনি।