সীতাকুণ্ডের যুবলীগ কর্মী হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডের যুবলীগ কর্মী হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ডের যুবলীগ কর্মী হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

পোস্টকার্ড নিউজ ॥

সীতাকুণ্ডে যুবলীগ কর্মী ও ব্যবসায়ী মো. ইউসুফকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামলার ৫ আসামিকে গতকাল দুইদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছেন ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো- মো. সাহেদ, জাহিদুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. কামাল হোসেন ও কেদারখিল ৮নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলামের ছোট ভাই মো. কামরুল ইসলাম। পরে আদালতে তাদের রিমান্ড চাইলে আদালত আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। 

উল্লেখ্য যে, গত ২০শে নভেম্বর রাতে সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ড নুনাছড়া এলাকার মদিন উল্লাহ ছেলে ওয়ার্ড যুবলীগের কর্মী ও ব্যবসায়ী মো. ইউসুফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার পর নিহতের পিতা বাদী হয়ে ৯ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহম্মেদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;