সীতাকুন্ডে আবুল খায়ের স্টিল কারখানায় আগুন

সীতাকুন্ডে আবুল খায়ের স্টিল কারখানায় আগুন

সীতাকুন্ড প্রতিনিধি ।। 

সীতাকুন্ডে আবুল খায়ের গ্রুপের ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।। প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার বিকাল তিনটার দিকে ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সালেট কার্পেট সংলগ্ন টেউটিন ফ্যাক্টরির পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিস কুমিরা ইউনিটের কর্মকর্তা আতিকুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের স্টিল মিলস্ এর কর্মকর্তা ইমরুল কায়েস ভূঁইয়া বলেন, টেউটিন কারখানার বাইরে অপ্রয়োজনীয় টিন, তেল ও অন্যান্য জিনিসপত্র রাখার স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই মুহুর্তে আগুন কিভাবে লাগছে তা নির্ণয় করতে পারছি না।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি বন্ধ হয়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে।