সীতাকুণ্ডের সলিমপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ওয়্যারলেস টাওয়ার সংস্কারের জন্য চসিক মেয়রের মন্ত্রণালয়ে পত্র প্রেরণ

সীতাকুণ্ডের সলিমপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ওয়্যারলেস টাওয়ার সংস্কারের জন্য চসিক মেয়রের মন্ত্রণালয়ে পত্র প্রেরণ
সীতাকুণ্ডের সলিমপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পরিত্যক্ত ওয়্যারলেস টাওয়ারের সংস্কারের জন্য চসিক মেয়রের মন্ত্রণালয়ে পত্র প্রেরণ

বিশেষ প্রতিবেদক ।। 

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সীতাকুণ্ডের সলিমপুরে অবস্থিত পরিত্যক্ত ওয়্যারলেস টাওয়ার সংস্কার ও আধুনিকায়ন করতে চান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি মনে করেন, আওতার বাইরে হলেও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে কার্যকর আধুনিকায়নে পদক্ষেপ নিতে পারবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গতকাল উপানুষ্ঠানিক পত্র দিয়েছেন মেয়র।

এতে মেয়র বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বে দেশের স্বাধীনতা ঘোষণা করে গেছেন। সেই বার্তা দ্রুত দেশের বিভিন্ন স্থানে যে তিনটি মাধ্যমে প্রেরণ করা হয় তার অন্যতম একটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে অবস্থিত ওয়্যারলেস টাওয়ার। যেটির মাধ্যমে ঢাকা থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা গ্রহণ করে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বহির্বিশ্বেও প্রচার করেছিলেন।’ মেয়র বলেন, কালক্রমে জাতির পিতার সেই স্বাধীনতার বার্তা প্রেরণের স্মৃতিবিজড়িত টাওয়ারটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে দীর্ঘদিন। প্রযুক্তির উন্নয়ন ও প্রসারের সাথে তাল মেলাতে না পেরে এটি এখন অনেকটাই অকেজো হয়ে পড়েছে। তবে শুধু প্রযুক্তির উপযুক্ততা বিবেচনায় না নিয়ে এর যে স্বাধীনতার বার্তা বহনের গৌরবময় ও ঐতিহাসিক দিক রয়েছে সে বিবেচনায় এ ওয়্যারলেস টাওয়ারের সংস্কার ও আধুনিকায়ন করা সময়ের দাবি।

মেয়র বলেন, বর্তমান প্রজন্মকে এই ওয়্যারলেস টাওয়ারটির ইতিহাস সম্পর্কে জানাতে ও দেখাতে হবে। তা না হলে তারা মুক্তিযুদ্ধের কথা জানবে, বলবে কিন্তু অনুধাবন-ধারণ করতে পারবে না। নতুন প্রজন্মকে এটির ইতিহাস জানাতে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে একটি দর্শনীয় স্থানে রূপ দেওয়ার জন্য একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজের মধ্যে সবসময় তাগিদ উপলব্দি করেছি।

পত্রে মেয়র লিখেন, ‘পরিত্যক্ত ওয়্যারলেস টাওয়ার সংস্কার ও আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতার বাইরে হলেও যথাসম্ভব কার্যকর সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’