সীতাকুণ্ডের সলিমপুরে লেক ভরাট করে সচিবের প্লট, সিডিএর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

সীতাকুণ্ডের সলিমপুরে লেক ভরাট করে সচিবের প্লট, সিডিএর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

পোস্টকার্ড প্রতিবেদক ।।

পরিবেশ সংরক্ষণ আইনে লেক ভরাট নিষিদ্ধ হলেও তা ভরাটের মাধ্যমে সচিবকে প্লট দেওয়ার জন্য পরিবেশের ক্ষতি করে ৬০ বছরের পুরনো লেক ভরাটের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

জানা গেছে, সীতাকুণ্ডের সিডিএ সিলিমপুর আবাসিক এলাকায় ৬০ বছরের পুরনো একটি প্রাকৃতিক লেক ভরাট করে সিডিএর ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলম চৌধুরীকে পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এ ব্যাপারে অনুমোদনও দিয়েছেন। বোর্ডসভায় অনুমোদিত হলেই লেক ভরাটের কাজ শুরু হবে।

পরিবেশ সংরক্ষণ আইনে লেক বা জলাশয় ভরাট নিষিদ্ধ। এরপরও লেক ভরাটের উদ্যোগ নেওয়ায় পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করেছে। আগামী ২৬ আগস্ট সিডিএর প্রধান প্রকৌশলী বা সংশ্লিষ্ট প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘সরকারি অনুমোদন ব্যতীত জলাশয় ভরাট করা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ (ঙ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অনুমোদনহীনভাবে জলাশয় ভরাটের জন্য কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৬ আগস্ট সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনি বা আপনার প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় পরিবেশ সংরক্ষণ আইনে এবং পরিবেশ আদালত আইন অনুযায়ী পরিবেশ আদালতে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’