সীতাকুণ্ডের ফৌজদারহাট বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করল বিডি ক্লিন

সীতাকুন্ড প্রতিনি

সীতাকুণ্ডের ফৌজদারহাট বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করল বিডি ক্লিন
সীতাকুণ্ডের ফৌজদারহাট বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করল বিডি ক্লিন

স্বেচ্ছাসেবি সংগঠন “বিডি ক্লিন” এর উদ্যোগে পরিষ্কার হলো সীতাকুন্ডের সলিমপুরস্থ ফৌজদারহাট বাজারের ময়লা ।
শুক্রবার ফৌজদারহাট বাজারে নিকৃষ্ট ময়লা ফেলে মানুষ চলাচলের অনুপযোগী স্থানটি পরিষ্কার করল ।

" বিডি ক্লিন " পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একদল তরুণ তরুণী 'র একটি সংগঠন ।
সীতাকুণ্ড উপজেলা ফৌজদারহাট বাজার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের একপাশে বাজারের ময়লা ফেলে স্তুপ সৃষ্টি করে। ময়লা পচে দুর্গন্ধ সৃষ্টি হয় পথচারী চলাচল করতে পারে না। পাশে অবস্থিত ফৌজদারহাট চিশতিয়া হাফিজিয়া এতিমখানা, ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট কলেজিয়েট স্কুল সহ অবস্থিত আরও দুটি প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ যাতায়াত অসুবিধা হতো অনেক সাধারন জনগনের। স্কুল ছাত্র ছাত্রীরা সহ সাধারণ মানুষকে নাকে হাত দিয়ে চলাচল করতে হতো। ময়লা আবর্জনা থেকে যখন ডেঙ্গু, ম্যালেরিয়া মতো মশার জীবাণু সৃষ্টি হচ্ছে, তখন সাধারণ মানুষের উৎকণ্ঠা ছিল এই ময়লার স্তুপ নিয়ে।
সাধারন জনগন কিছু করতে না পারলেও অবশেষে সে ময়লা স্তুপ পরিষ্কার করলে বিডি ক্লিন ।
পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর ও আঙিনা থেকে এই স্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন দেশ গড়তে সমাজের সবাই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা বিডি ক্লিনের।