করোনামুক্ত হলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন

করোনামুক্ত হলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন
করোনামুক্ত হলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুনের দুই দফা নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। প্রথম দফায় চট্টগ্রামে বিআইটিডিআই ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। পরে ঢাকায় একটি ল্যাবে দুই দফা নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে। গতকাল রোববার সন্ধ্যায় এস এম আল মামুনের ছোট ভাই এস এম আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৩ জুন চট্টগ্রামের একটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জুন সন্ধ্যায় তিনি পজিটিভ শনাক্ত হন। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি আরও দুই দফা নমুনা দেন। পরবর্তী দুটি পরীক্ষার ফলাফলেই তিনি নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। তিনি এখন সুস্থ আছেন।

এদিকে এসএম আল মামুনের সুস্থতা কামনা করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো রব্বানী, মো. সায়েদ মিয়া, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, সৈয়দপুর চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, আ.লীগ নেতা রেজাউল করিম বাহার প্রমুখ।