সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলা

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলা
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলা

পোস্টকার্ড নিউজ ।। 

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসবাসকারীদের সঙ্গে পুলিশ- র্যাবের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। 

বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন, পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধা দেওয়াসহ মামলায় মোট ১০টি ধারা উল্লেখ করা হয়েছে। 

সীতাকুণ্ড থানার এসআই শামীউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা দুটি দায়ের করেন। দুটি মামলায় ২৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। আরও চারজন পুলিশ পাহারায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণ ঘটানো, সরকারি কাজে বাধা, কর্তব্যরত অবস্থায় পুলিশের উপর হামলাসহ কয়েকটি অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন সুস্থ হলে তাদেরও আদালতে পাঠানো হবে।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সেখানে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা এবং এসময় এলাকাবসীরও প্রশাসনের উপর ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে। 

এর আগে, গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একইসঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

খালেদ /  পোস্টকার্ড ;